আপন নিউজঃ কলাপাড়া উপজেলায় পেইন্টার শ্রমিক ইউনিয়নের ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সোমবার (১২ মে) বিকেলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।
উপজেলার রংধনু চত্ত্বরে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। মোট ১৮৩ জন ভোটারের মধ্যে ১৪৫ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।
নির্বাচনে মোঃ শহিদুল ইসলাম সভাপতি, শাহাদাত হোসেন ইসা সাধারণ সম্পাদক, মেহেদী হাসান মুন্না সহ-সভাপতি, শামিম হাওলাদার সাংগঠনিক সম্পাদক এবং বাশার মৃধা যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ুন কবির জুয়েল। তাকে সহযোগিতা করেন মোঃ বাদল মাতুব্বর, আজিজ মোল্লা, বিশ্বাস রাশেদ মোশাররাফ কল্লোল, মোঃ হাবিবুর রহমান, লিমন মাতুব্বর, মাসুদ মৃধা ও মোঃ সোহেল হাওলাদার।
সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন এবং অংশগ্রহণকারী সবাই সন্তোষ প্রকাশ করেছেন।