আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়ন পরিষদে ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) উপজেলার ধুলাসার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন ৯নং ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোঃ আবদুর রহিম। তিনি তার বক্তব্যে বলেন, "এই বাজেট জনকল্যাণে উৎসর্গিত। আমরা জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছি।"
সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান খান।
বাজেট সভায় পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
এ ধরনের উন্মুক্ত বাজেট সভা জনগণের সাথে প্রশাসনের সেতুবন্ধন সুদৃঢ় করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।