আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ মেহেদী হাসান মিলন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
মোঃ মেহেদী হাসান মিলন চম্পাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, “আমি এই দায়িত্বকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা করবো। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়কে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার লক্ষ্য।” বিদ্যালয়ের উন্নয়নে নতুন এডহক কমিটির এই পদক্ষেপকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে।