রাসেল মোল্লাঃ জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সাংবাদিক এমরান হাসান সোহেলের সাথে অশোভন আচরণের প্রতিবাদ এবং বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের অপসারণের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়জনে বুধবার (২৮ মে) বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, প্রতিষ্ঠাকালিন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাধারন সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ, সদস্য অমল মুখার্জি, সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহম্মেদ টিপু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এস,কে রঞ্জন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মো.ফরিদ উদ্দিন বিপু।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল হক সাবেক সহ-সভাপতি ওমর ফারুক সদস্য সচিব আহমেদ পাশা তানভীর সহ কলাপাড়া কর্মরত গণমাধ্যমকর্মীরা
এসময় বক্তারা বাউফলের ইউএনও কতৃক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সাংবাদিক এমরান হাসান সোহেলের সাথে অশোভন আচরণের প্রতিবাদ জানিয়ে দ্রুত তার অপসারণের দাবি জানান।