আপন নিউজ ডেস্কঃ খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির নবনির্বাচিত পরিচালনা কমিটির একটি ৯ সদস্যের প্রতিনিধি দল মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে।
বৃহস্পতিবার (৫ জুন) কলাপাড়ায় আয়োজিত এই মতবিনিময় সভায় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নবনির্বাচিত সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু। নবনির্বাচিত সদস্যরা ফুল দিয়ে এবিএম মোশাররফ হোসেনকে শুভেচ্ছা জানান এবং সোসাইটির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ বিএনপির নেতৃবৃন্দ।
মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: হারুন-অর-রশিদ, সহ-সভাপতি মো: নাসির উদ্দিন রতন এবং সদস্য মো: মোস্তাফিজুর রহমান তালুকদার, মিজানুর রহমান, মো: জিয়াউর রহমান, মো: আসাদুজ্জামান সেলিম, মো: মোতালেব হাওলাদার মতিন ও মো: ফকরুল ইসলাম।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, ভবিষ্যতে এই ধরনের মতবিনিময় সভা আরও ঘনঘন আয়োজনের মাধ্যমে স্থানীয় উন্নয়ন ও রাজনৈতিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।