আপন নিউজ ডেস্কঃ"মাদককে না বলি, খেলাধুলাকে হ্যা বলি"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলাপাড়া বাজার কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (৬ জুন) বিকেলে কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় লালুয়া গাজী ফুটবল একাডেমি ও নীলগঞ্জ ইউনিয়ন একাদশ।
ফাইনাল ম্যাচটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আবু হাসনাত রিমন সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির নবনির্বাচিত সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব এসএম মোশারফ হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার ও তারেক আনাম সুমন, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, এবং বাজার ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব মোঃ আরিফ সিকদার প্রমুখ।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে লালুয়া গাজী ফুটবল একাডেমি ৩-২ গোলে নীলগঞ্জ ইউনিয়ন একাদশকে পরাজিত করে শিরোপা ছিনিয়ে নেয়।
খেলাটির আকর্ষণ আরও বাড়িয়ে তোলে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত থাকা ক্রীড়া সংগঠক বিল্লাল খান কাবুলের প্রাণবন্ত বর্ণনা।
আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তারা।