কলাপাড়া প্রতিনিধিঃ দেশব্যাপী যৌথ বাহিনীর চলমান অপারেশন ডেবিল হান্ট এর অংশ হিসেবে কলাপাড়ায় গ্রেফতার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ কলাপাড়া উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ মধু।
শনিবার (৭ জুন) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
শাকিল আহমেদ মধু, পিতা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল।
কলাপাড়া থানায় ডেবিল হান্ট তার বিরুদ্ধে মামলা নং ১৩/১৪৩। যৌথ বাহিনী তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাগুলোরও তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।