আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে গায়ে আগুন দিয়ে আ/ত্ম/হ/ত্যা'র চেষ্টা করেছেন মাহফুজা (২০) নামের এক গৃহবধূ। সোমবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জিয়া কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাহফুজা উপজেলার ইটবাড়িয়া গ্রামের মো. রাজিবের স্ত্রী ও জামালপুর জেলার বাসিন্দা। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়।
মাহফুজার শ্বশুর মো. আব্বাস হাওলাদার জানান, প্রায় এক বছর আগে ছেলের সঙ্গে মাহফুজার বিয়ে হয়। তিনি জানান, বিয়ের পর থেকে তাদের সংসারে কোনো ধরনের সমস্যা ছিল না। ঘটনার দিন সকালে মোবাইল ফোনে মাহফুজা তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। এরপরই হঠাৎ নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন। ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।