কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধসহ তার শতবর্ষী মা ও স্ত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (৯ জুন) সকাল ৭টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সেলিম গাজী (৬৫) জানান, বৃষ্টির পানি নামানোর জন্য মাটি কাটতে গেলে একই এলাকার ফজলু, তার ছেলে মুছা, সালাম, ভাই হাবিব, ভাইয়ের ছেলে নাজমুল, বোনের ছেলে জহিরুল ও বোনাই নিজামসহ ৭/৮ জন তার উপর হামলা চালায়। তাকে মারধর করতে দেখে তার শতবর্ষী মা জবেদা খাতুন (১০৫) ও স্ত্রী ফাতেমা বেগম (৪৫) ছুটে এলে তাদেরও মারধর করা হয়।
সেলিম গাজী অভিযোগ করে বলেন, "২০১৯ সাল থেকে আমাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছে। আজ তারই জেরে এই ন্যক্কারজনক হামলার শিকার হলাম আমরা।"
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।