কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতীপাড়া গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে দুই বোনের মধ্যে বিরোধের জের ধরে বড় বোন থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারিণী মোসাঃ আলেয়া বেগম (৫২), পিতা মৃত রুস্তম আলী সাউগার, স্বামী মৃত মোঃ রাজ্জাক তালুকদার, জানান, তিনি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় সম্পত্তির মালিক। অপরদিকে, অভিযুক্ত তাঁর আপন ছোট বোন মোসাঃ রুসিয়া বেগম (৪৫), স্বামী মোঃ মাহাতাব তালুকদার, একই গ্রামে বসবাস করেন।
ঘটনার বিবরণে জানা যায়, রুসিয়া বেগম ও তার স্বামী মাহাতাব তালুকদার এবং তাদের ছেলে-মেয়ে নিয়ে উক্ত সম্পত্তিতে প্রবেশ করে জোরপূর্বক আলেয়া বেগম'র ঘর সরিয়ে নতুন করে ঘর উঠিয়ে দখল করে। বাধা দিলে আলেয়া বেগমকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে একাধিকবার সালিশ বৈঠকের উদ্যোগ নিলেও অভিযুক্ত রুসিয়া বেগম সালিশে সাড়া দেননি বলে অভিযোগকারিণী জানান। তিনি আরো বলেন, এর আগেও এলএ কেস নং ০২/২০২০-২১ অনুযায়ী বিএস খতিয়ান নং ১০৬১-এর অধিগ্রহণমূল্য ৬৫ লাখ টাকা থেকে রুসিয়া বেগম ও স্বামী মাহাতাব তালুকদার সম্পূর্ণ টাকা নিজের নামে আত্মসাৎ করেন, অথচ তিনি নিজেও ঐ খতিয়ানে ওয়ারিশ মালিক।
এই ঘটনায় সাক্ষী হিসেবে এলাকার বেশ কয়েকজন ব্যক্তি- বিবিশন (৮০), মোঃ মোতালেব সাউগার (৬৫), মোঃ ওবায়েদুল ইসলাম (৫০) ও মোঃ সাগর সাউগার (২৫)-উল্লিখিত রয়েছেন।
আলেয়া বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উল্লেখযোগ্য তফসিলভুক্ত সম্পত্তি:
মৌজা: বানাতীপাড়া, জেএল নং: ২৬, খতিয়ান: এসএ ৫৯ ও ৩৯, বিএস ১০৬১ ও ১০৬২, দাগ নং: এসএ-০৭, বিএস-২৩, ১০৫৯-১০৬৩ সহ আরো কিছু দাগ, মোট জমির পরিমাণ: প্রায় ১ একর ১০ শতাংশ।