আপন নিউজঃ কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মিরান (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে কুপিয়ে তার ডান হাত পুরোপুরি ও বা হাত আংশিক বিচ্ছিন্ন হয়ে গেছে।
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া বাজারে। আহত মিরান উপজেলার ছোট বালিয়াতলী গ্রামের মো. রফিক খন্দকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল মিরান ও তার চাচাতো ভাই সোহেল খন্দকারের মধ্যে। ঘটনার রাতে মধুপাড়া বাজারে মিরান একা থাকাকালে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায় সোহেল। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর ফলে মিরানের ডান হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বা হাত আংশিকভাবে কাটা পড়ে।
স্থানীয়রা দ্রুত রক্তাক্ত অবস্থায় মিরানকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন।