আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ছাত্রদল নেতা গাজী মোঃ জিদান (১৮) ও রুপ (১৯) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে তারা দু’জন মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাত্রদল নেতা জিদানের অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।