আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় নাচনাপাড়া এলাকায় গাঁজা সেবন ও কেনার অভিযোগে তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক শ’ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও দুই দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্তরা হলেন-সুকুমার সরদার (৪৫), সিরাজ খাঁ (৫৫) ও সমির মিস্ত্রী (২৩)। তারা সকলেই নাচনাপাড়া এলাকায়।
শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১১টার দিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ও ৪২(১) ধারায় তাদের দোষী প্রমাণিত হওয়ায় এই দণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেন।