আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে “অপারেশন ডেভিল হান্ট” এর আওতায় পৃথক অভিযানে স্থানীয় দুই রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৩ জুন রাতে অভিযান চালিয়ে কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ মুন্সী (২৬) কে গ্রেফতার করা হয়। তিনি তুলাতুলী গ্রামের বাসিন্দা; পিতা-নুরুল হক মুন্সী।
এছাড়া ১৪ জুন সন্ধ্যা ৬টার দিকে কলাপাড়া থানা পুলিশ বানাতী বাজার এলাকা থেকে লালুয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিক গাজী (৫৫) কে গ্রেফতার করে। তার পিতা-মৃত হাচন গাজী, বাড়ি ইউনিয়নের কলাউপাড়া গ্রামে।
এ প্রসঙ্গে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন,"সাম্প্রতিক সময়ে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে কলাপাড়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ডেবিটহ্যান্ড অপারেশনের আওতায় যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে।