আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় শিয়াল জবাইয়ের দায়ে এক ব্যক্তিকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ জুন) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ওই এলাকার জহিরুল (৩৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, জহিরুল বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৬, ১০, ১২ ধারা লঙ্ঘন করে একটি শেয়াল জবাই করেন। এ অপরাধের জন্য ওই আইনের ৩৯ ধারায় বর্ণিত শাস্তি অনুযায়ী তাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, শিয়াল উক্ত আইনের ১ নম্বর তফসিলভুক্ত সংরক্ষিত বন্যপ্রাণী। এই প্রাণী শিকার, জবাই, বেচাকেনা, পরিবহন কিংবা হস্তান্তর সম্পূর্ণ নিষিদ্ধ এবং তা শাস্তিযোগ্য অপরাধ।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।