আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামে এক গৃহকর্তার অনুপস্থিতির সুযোগে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বসতঘরের তালা ভেঙে নগদ দুই লাখ টাকা, প্রায় সাত ভরি ওজনের স্বর্ণালংকার ও বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা।
ভুক্তভোগী মো. মোস্তফা (৪৫), পিতা-মোঃ ফজলে খন্দকার, বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসার জন্য বরিশালে অবস্থান করছেন। তার অভিযোগ মতে, গত ১৬ জুন (২০২৫) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এই চুরির ঘটনা ঘটে। এ সময় বাড়িতে কেউ না থাকায় চোরেরা নিশ্চিন্তে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
অভিযোগে উল্লেখ রয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ৭ জন চিহ্নিত ব্যক্তি ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জন মিলে এই চুরির ঘটনার সঙ্গে জড়িত। অভিযুক্তরা হলেন মোঃ রফিক খন্দকার (৫৫), মোঃ জাকারিয়া (৩২), মোঃ শাহাব উদ্দিন (৪৮), মোঃ আল আমিন (২৫), মোঃ আরফিন (৩৫), মোঃ মোজাম্মেল খন্দকার (৪৫) ও মোঃ মনির (৪৫)।
চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা তার স্ত্রী ও আত্মীয়-স্বজনদের মাধ্যমে ঘটনাটি জানতে পারেন। পরে তিনি তার ভাগিনা মো. ইসমাইল (২৬)-এর মাধ্যমে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় ভুক্তভোগী মোস্তফা কলাপাড়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি প্রাপ্তির পর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
স্থানীয়দের মতে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেপ্তার দাবি করেছেন এলাকাবাসী।