আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় রাখাইন পাড়ার মন্দিরের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাখাইন পাড়ার মন্দিরের একটি পূজা গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে।
স্থানীয়রা জানান, গাছগুলো বহু বছর ধরে এলাকার পরিবেশে ছায়া দিচ্ছিল এবং সৌন্দর্য বৃদ্ধি করছিল। হঠাৎ করে এসব গাছ কেটে ফেলা পাড়ার মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমার সীমানার ভেতরে বাউন্ডারি দেয়ালের কাজ করছিল শ্রমিকরা, এসময় গাছগুলো জমির সীমানার ভিতরে থাকায় পাড়ার কয়েকজন গাছ কাটতে বলেছে, তাই শ্রমিকরা গাছগুলো কেটে ফেলেছে, সেটা আমরা জানতাম না"।
তবে এ বিষয়ে কলাপাড়া উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ শুনে ঘটনাস্থলে কয়েকজন স্টাফ পাঠিয়েছি। বিষয়টি ইউএনও স্যারকে জানানো হয়েছে, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”
এ ঘটনায় রাখাইন পাড়ার মাঝে পরিবেশ রক্ষা এবং গাছ কাটার বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারির দাবি উঠেছে।