কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে টিয়াখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুল তালুকদার (৩৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব টিয়াখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় এবং চারটি সেলাই পড়েছে। বর্তমানে তিনি কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মাকসুদুল তালুকদার জানান, "জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দিপু তালুকদারের সঙ্গে বিরোধ চলছিল। আওয়ামী লীগ আমলে দিপু ও তার লোকজন আমাদের পরিবারকে নানা সময়ে অত্যাচার ও নির্যাতন করেছে। ঘটনার দিন আমি জমিতে নতুন বীজ বপন করতে গেলে দিপুর নেতৃত্বে ৪-৫ জন আমার উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপ দিলে আমি অজ্ঞান হয়ে যাই। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।"
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।