আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লস্করপুর গ্রামে ফিরোজা বেগম (৪৮) নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মোঃ খলিল খানের স্ত্রী।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতের দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজার স্বামী ঢাকায় থাকেন এবং তাদের দুই সন্তানও বাড়ির বাইরে অবস্থান করেন। ফিরোজা বেগম একাই বাড়িতে বসবাস করতেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।