আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের ইটবাড়িয়া এলাকায় রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বাদুরতলী কমিউনিটি স্কুল এবং ইটবাড়িয়া ফরাজী বাড়ী জামে মসজিদের সামনের রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন থাকায় সামান্য বৃষ্টিতেই হাটু পরিমাণ কাদা হয়ে যায়। ফলে স্কুলগামী শিক্ষার্থী ও নামাজের জন্য মসজিদে যাওয়া মুসল্লিদের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মোঃ মাসুদ ফরাজী বলেন, “স্কুলের ছেলে-মেয়েরা প্রতিদিন দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করছে। এমনকি মসজিদের মুসল্লিরাও কাদার কারণে নামাজে যেতে পারেন না। রাস্তাটি সংস্কার করা এখন খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে।”
এলাকাবাসীর পক্ষে মাসুদ ফরাজী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটি দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছেন।