আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চাপলী এলাকার মাঝের বাড়ি, ঘোলের পাড় ও চরচাপলী গ্রামের একটি খালের উপর দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ বাঁধ অবশেষে অপসারণ করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় কৃষকদের সহযোগিতায় স্কেভেটর মেশিনের সাহায্যে বাঁধটি সরিয়ে নেওয়া হয়।
বাঁধ অপসারণের ফলে তিনটি গ্রামের অন্তত ১২০টি পরিবার দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে। একইসাথে, প্রায় ২০০ বিঘা কৃষিজমি চাষের উপযোগী হয়েছে। কৃষকরা জানান, প্রায় আট বছর ধরে ওই বাঁধের কারণে তারা চরম দুর্ভোগের মধ্যে ছিলেন। জমিতে পানি জমে থাকতো, চলাচলের সমস্যা ছিল, এমনকি খালে মাছ ধরা পর্যন্ত বন্ধ ছিল।
এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, “কৃষিকাজের সমস্যা সৃষ্টি করে কিংবা খালের পানিপ্রবাহ ব্যাহত করে এমন সব ধরনের অবৈধ বাঁধ ও প্রতিবন্ধকতা দূর করতে আমরা কাজ করছি।”
ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বলেন, “প্রায় আট বছর ধরে একটি প্রভাবশালী মহল সাধারণ কৃষকদের জিম্মি করে খালটি দখল করে রেখেছিল। আজ সেই অবৈধ দখল থেকে এলাকাবাসী মুক্ত হয়েছে।”
স্থানীয় কৃষক সাফিজুল ইসলাম জানান, “আমরা আট বছর ধরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে ছিলাম। জমি চাষ করতে পারিনি, চলাফেরা করতে অসুবিধা হতো। এখন স্বস্তিতে আছি।”
অবৈধ বাঁধ অপসারণের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং কৃষিকাজে নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে।