আপন নিউজ ডেস্কঃ ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০১ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেন।
প্রণোদনার আওতায় বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে-উফশী আমন ধানের বীজ, নারিকেল, লেবু, তাল, আম, নিম, বেল, জাম ও কাঁঠালের চারা, হাইব্রিড মরিচ বীজ এবং উফশী শাক-সবজির বীজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেন বলেন, “সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের মাঝে কৃষি উৎপাদন বাড়াতে ও স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, প্রতিটি কৃষক যেন এই সুবিধা পেয়ে উপকৃত হন।”
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কলাপাড়া, এই কর্মসূচির আয়োজন করে। এতে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন এবং তাদের হাতে চারা ও বীজ তুলে দেওয়া হয়।