আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক শিক্ষার অংশ হিসেবে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই ২০২৫) সকাল ১০টায় এই ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ফাতেমা নাসরিন সীমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন শিকদার, ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হাওলাদার, সহ-সাংগঠনিক মোঃ শাহিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন তালুকদার, কলাপাড়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিসয়ারা হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম মুরাদ, তিননং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ এবং একনং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলাউদ্দিন হাওলাদার।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী মোঃ তহাসিন মাস্টার, বিভিন্ন অভিভাবক ও বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।
মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী পাঠদানের সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।