আপন নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাচঁজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ফাতেমা নাসরিন সীমা। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে তিনি এ শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদারসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে অতিথির প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি ফাতেমা নাসরিন সীমা। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, পাচঁজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ফাতেমা নাসরিন সীমা কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদারের বড় ছেলে উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদারের স্ত্রী।