আপন নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ মেহেদী হাসান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, প্রবীণ বিএনপি নেতা টুটু বিশ্বাস, চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল মাস্টার এবং পাটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি মোঃ মেহেদী হাসান মিলন জানান, “শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি এবং শিক্ষা ও উন্নয়নের মাধ্যমে বিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করবো।”