আপন নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রার্থী ঘোষণা করেছে। এ আসনে দলটির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান।
বুধবার (৯ জুলাই) এক আনুষ্ঠানিক ঘোষণায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে অধ্যাপক মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার জন্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান এই আসনে জনসমর্থনের দিক থেকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন।
স্থানীয় পর্যায়ে তার প্রার্থিতা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।