আপন নিউজ ডেস্কঃ ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের দ্বি-বার্ষিক কাউন্সিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাজধানীর কাকরাইলস্থ আইডিবি ভবনের মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেলে অনুষ্ঠিত ভোট গ্রহণে সরাসরি সদস্যদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
এতে সংগঠনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক গাজী মোঃ জাবেদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার সোয়েব মাহমুদ।
এছাড়া অন্যান্য নির্বাচিতরা হলেন-
সিনিয়র সহ-সভাপতি কে এম শাহজুল ইসলাম সাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক এইচ এম ইব্রাহিম।
নির্বাচিত সহ-সভাপতি কে এম শাহজুল ইসলাম সাজু বলেন,“সদস্যদের ভালোবাসা ও আস্থাই আমাদের মূল শক্তি। সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করতে আমরা দলগতভাবে কাজ করবো।”
নবনির্বাচিত সভাপতি গাজী মোঃ জাবেদ বলেন,“ফোরামের প্রত্যেক সদস্য আমাদের পরিবারের অংশ। সবাইকে নিয়ে জাতীয়তাবাদী দর্শনকে সামনে এগিয়ে নিতে চাই। দল ও দেশের স্বার্থে কলাপাড়ার কণ্ঠস্বর হিসেবে ফোরামকে আরও শক্তিশালী করা হবে।”