আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ এএসআই এবং ওয়ারেন্ট তামিল ক্বারী অফিসার হিসেবে সম্মাননা পেলেন কলাপাড়া থানার এএসআই রাসেল খান।
জুন/২০২৫ মাসে ওয়ারেন্ট তামিলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ সম্মাননা প্রদান করেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ।
আইনশৃঙ্খলা রক্ষায় অবদান এবং দায়িত্বশীল কার্যক্রমের জন্য এই স্বীকৃতি তাঁকে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সহকর্মীরা।
এএসআই রাসেল খানের এই অর্জনে পুলিশ সদস্যদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
এএসআই রাসেল খান বলেন,"এই সম্মাননা আমার কাজের প্রতি কর্তৃপক্ষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ পটুয়াখালী জেলা পুলিশ সুপার স্যারসহ আমার থানার সকল সহকর্মীর প্রতি, যারা সব সময় পাশে থেকেছেন ও সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চাই।"