আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ফরিদা বেগম (৪৮) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির বড় ছেলের ঘরে বিদ্যুৎ সংযোগের মিটার লাগানোর সময় ফরিদা বেগম অসাবধানতাবশত একটি তারের উপরে পড়ে যান। এ সময় তারে লিক থাকায় শর্ট সার্কিট হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৩টা ৪৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
মৃত ফরিদা বেগম নিশানবাড়িয়া গ্রামের বাসিন্দা, তার স্বামীর নাম রুহুল আমিন এবং পিতার নাম ফজলুল হক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।