আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়ায় লেক থেকে এক অজ্ঞাত পরিচয়ের যুবকের (বয়স আনুমানিক ৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে দেশ ব্রিক ফিল্ডের পশ্চিম পাশে, রাস্তার উত্তর পাশের লেকে লাশটি পানিতে ভাসতে দেখা যায়।
স্থানীয় মো. ইউসুফ (৩৫), ম্যানেজার, দেশ ব্রিক ফিল্ড-লাশটি দেখতে পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বাম চোখের ওপর ভুরুর কাছে সামান্য ক্ষত চিহ্ন রয়েছে এবং সেই স্থানে রক্তক্ষরণ দেখা গেছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, “মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”