আপন নিউজ ডেস্কঃ কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পর এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. সবুজ হাওলাদার (২৩)।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কুয়াকাটা পৌরসভার শরিফপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সবুজ হাওলাদার ওই এলাকার মো. আবুল বাশার হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন এবং মাত্র আট মাস আগে বিয়ে করেছিলেন।
স্থানীয়রা জানান, গরু চরাতে গিয়ে এক নারী ঝোপের মধ্যে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বোন মনিরা বলেন, “বুধবার রাতে সবুজের সঙ্গে তার স্ত্রী আমেনার পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। একপর্যায়ে সবুজ তাকে থাপ্পড় মারলে আমেনা বিষয়টি তার ভাইকে জানায়। পরে তিনি এসে সবুজকে হুমকি দিয়ে যান। কিছুক্ষণ পর আমেনা বাবার বাড়ি চলে যায়, আর সবুজও তার পেছনে যায়। আমরা ভেবেছিলাম সে শ্বশুরবাড়িতেই আছে। কিন্তু আজ শুনি তার মরদেহ ঝোপে পাওয়া গেছে।”
স্থানীয় বাসিন্দা বেল্লাল হোসেন জানান, “সাগরে যাওয়ার পথে শব্দ শুনে সেখানে যাই। গিয়ে দেখি একটি মরদেহ পড়ে আছে। দুর্গন্ধে কাছে যাওয়া সম্ভব হয়নি।”
এ বিষয়ে মহিপুর থানার ওসি মো. মাহমুদ হাসান বলেন, “খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”