আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের বাসিন্দা মোসাঃ মনিরা বেগম কর্তৃক শাহাদত তালুকদার ও মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দায়ের করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। শনিবার (১৯ জুলাই) উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া আবাসনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আলমগীর হোসেন, স্থানীয় হানিফ প্যাদা, জাকির মাতুব্বর, শাহিনুর বেগম ও নুরনাহার প্রমুখ।
বক্তারা বলেন, “মোসাঃ মনিরা বেগম যেসব অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে পরিচিত ও সম্মানিত ব্যক্তি শাহাদত তালুকদার ও মোস্তাফিজুর রহমানকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এসব অভিযোগ আনা হয়েছে।”
তারা আরও বলেন, “একটি কুচক্রী মহল ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য এমন ষড়যন্ত্রমূলক অভিযোগে পৃষ্ঠপোষকতা করছে।” এ সময় তারা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান এবং বিভ্রান্তিমূলক অভিযোগ থেকে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।