আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী কাজী এমদাদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির পরিচিতি সভা ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ সবুজ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ফোরকান, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী মোঃ রুহুল আমিন অভি এবং পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমান শোয়েব।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাজী এমদাদুল ইসলাম, প্রধান শিক্ষক কাজী মিজানুর রহমান, সহকারী শিক্ষক আবু মুসা,টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিরাজ শরীফ সহ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও শিক্ষার্থীদের মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।