আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক বলেছেন, ‘ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে উপকূলীয় পরিবেশ প্রতিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর জন্য বিভিন্ন সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহন নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নেই।' সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে দশটায় কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের লোন্দা খেঁয়াঘাট সড়কে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে জনাব ইয়াসীন সাদেক আরো বলেন, প্রত্যেকটি গাছের চারা রোপনের পরে এটি বেড়ে ওঠার জন্য সবাইকে সচেতন ও আন্তরিকভাবে সচেষ্ট থাকা দরকার। বৃক্ষ রোপন করি, সবুজ বাংলাদেশ গড়ি এই স্লোগান নিয়ে এই কর্মসূচি শুরু করা হয়।
পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য রক্ষায় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া এর যৌথ আয়োজনে কলাপাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়াটার কিপার্স বাংলাদেশ কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, সংগঠক কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া এর কার্যকরী সদস্য নজরুল ইসলাম, যুব সংগঠক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ, মোঃ মাকসুদ তালুকদার, মোঃ হেলাল, তানজিল জামান জয়, ইউপি মেম্বার মো. মাসুম বিল্লাহ প্রমুখ।
সংগঠক কামাল হাসান রনি জানান, প্রতি বছরের মতো এবছরও বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করা হয়েছে।