আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ২নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায় টিয়াখালীর সিক্স লাইন এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মোঃ নাসির ব্যাপারীকে সভাপতি, মোঃ ইব্রাহিমকে সাধারণ সম্পাদক এবং মোঃ জলিল মুসল্লীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা।
টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ সুমন, টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সিকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বশির উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ প্রমুখ।
সম্মেলনের সঞ্চালনায় ছিলেন টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ লিটন আকন।