আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৪ ও ৫ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টায় টিয়াখালী কাজী এমদাদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে টিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মোঃ বশির আকনকে সভাপতি, মোঃ সজিব হাওলাদারকে সাধারণ সম্পাদক, আবুল রহমান হাওলাদারকে সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ সুমন হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
অন্যদিকে, ৪নং ওয়ার্ডে মোঃ শাহিনকে সভাপতি, মোঃ মাহমুদুর হাসান জলিলকে সাধারণ সম্পাদক এবং মোঃ রাসেল জমাদ্দারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজ শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ সুমন, টিয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ফোরকান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সিকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বশির উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ।
সম্মেলনের সঞ্চালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ লিটন আকন।
টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজ শরীফ বলেন,“আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশারফ হোসেনকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।”