আপন নিউজ ডেস্ক: কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৭ নম্বর ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় স্থানীয় ব্রিজ সংলগ্ন এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও টিয়াখালী ইউনিয়নের সাংগঠনিক পর্যবেক্ষণ টিমের প্রধান মুসা তাওহীদ নাননু মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা।
সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়। ফোরকান হাওলাদারকে সভাপতি, সুজন ঢালীকে সাধারণ সম্পাদক এবং নেছার ফরাজীকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া সহ-সভাপতি ইব্রাহিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক রাকিব গাজী এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান নাজমুল মৃধা।
সম্মেলনে সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজ শরীফ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ লিটন আকন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ সুমন, টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সিকদার, উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক মকবুল হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জসিম আকন ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান হাওলাদার, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ রুবেল হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান খান, সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ তালুকদার, ইউনিয়ন যুবদল সদস্য মোঃ দেলোয়ার হোসেন খান প্রমুখ।
সম্মেলনে মোঃ মিরাজ শরীফ বলেন,"সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নিয়মিত সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নেতৃত্বের মাধ্যমে ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল আরও সুসংগঠিত ও গতিশীল হবে-এটাই আমাদের প্রত্যাশা।"