আপন নিউজ ডেস্কঃ গাঁজা সেবনের অপরাধে কুয়াকাটা বাসস্ট্যান্ডে চার ব্যক্তিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার রাত সাড়ে দশটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক এ দণ্ডাদেশ দিয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ওই চার ব্যক্তকে এ দণ্ডাদেশ ও ১০০ টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও তিন দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, তুফান, সোনাই মোল্লা, হেলাল চাপরাশি ও শহিদুল হাওলাদার।