আপন নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অঙ্গসংগঠন মহিলা দলের কলাপাড়া উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে এই দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের অংশ হিসেবে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন পটুয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী আফরোজ সীমা।
সম্মেলনে কলাপাড়া উপজেলা মহিলা দলের নতুন কমিটিতে যাঁরা দায়িত্ব পেয়েছেন, তারা হলেন-সভানেত্রী: সালমা আক্তার লিলি, সিনিয়র সহ-সভানেত্রী: নার্গিস জামান, সাধারণ সম্পাদক: নার্গিস আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক: খাদিজা শিরিন, সাংগঠনিক সম্পাদক: ফাতেমা নাসরিন সীমা।
অন্যদিকে, কলাপাড়া পৌর মহিলা বিএনপির নবগঠিত কমিটিতে নির্বাচিত হয়েছেন-সভানেত্রী: ফারজানা সাম্মি ফ্লোরা, সিনিয়র সহ-সভানেত্রী: মোসাঃ মাকসুদা,
সাধারণ সম্পাদক: মনি বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক: জুলিয়া নাসরিন রেহেনা, সাংগঠনিক সম্পাদক: লাইজু।
দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এই দুই কমিটি দলকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামীর রাজনৈতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।
অন্যদিকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।