আপন নিউজ ডেস্ক: কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় নাচনাপাড়া কারিতাস ভবনের নিচে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা এবং বিশেষ বক্তা ছিলেন কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন সিকদার।
সম্মেলনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে মোঃ মনির হোসেন সভাপতি, মোঃ সোহেল ফরাজী সাধারণ সম্পাদক এবং শ্রী বাদল সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজ শরীফ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ লিটন আকন।
এছাড়াও উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সিকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বশির উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নসু, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ গাজী, ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ মাকসুদু তালুকদার ও মোঃ আলাউদ্দিন হাওলাদার, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া মল্লিক প্রমুখ।
সম্মেলনে টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজ শরীফ বলেন, "আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে আমাদের নেতা এবিএম মোশাররফ হোসেন নির্বাচন করবেন। আমরা চাই, কলাপাড়ার সব ইউনিয়নের মধ্যে টিয়াখালী ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে বিজয়ী করবো। সেই লক্ষ্যে আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।"