আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে সুমি (১৮) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুর প্রায় ২টা ৩০ মিনিটে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চর নজির ১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যু সুমি ওই গ্রামের মো. হারুন হাওলাদারের মেয়ে এবং কলাপাড়া মহিলা কলেজের শিক্ষার্থী। ঘটনার দিন দুপুরে মুরগি শিয়ালে নিয়ে যাওয়া নিয়ে মা মেয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। অভিমানে সুমি ঘরের চালের ভেতরে রাখা গ্যাস ট্যাবলেট বের করে খেয়ে ফেলে।
অবস্থার অবনতি হলে তাকে দ্রুত কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।