প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১০:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২০, ৭:০৫ অপরাহ্ণ
কলাপাড়ায় অবৈধ ইটভাটা বন্ধ; মালিককে এক বছরের কারাদন্ড

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এস,ডি,কে ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে। সোমবার দুপুর ১২ টায় সময় কাগজপত্র ছাড়া ইটাভাটা নির্মাণ করায় মালিক মো. নুরুল আমিন শিকদারকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে র্যাব ও পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আবদুল হালিম জানান, অনুমোদনহীন অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ ( সংশোধনী ২০১৯) এর চার ধারা মোতাবেক মালিক মো. নুরুল আমিনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও অবৈধ ইটভাটা গুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.