আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় ১০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী-এর টিম লিডার বায়েজিদ মুন্সী, সদস্য আল মুনজির ও মাসুদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক জানান, মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫ ধারায় অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। প্রায় ৮০ হাজার টাকার এসব জাল ধ্বংস করা হয়। অভিযানে অ্যানিমেল লাভার্স পটুয়াখালী ও নীলগঞ্জ ইউনিয়নের গ্রাম পুলিশরা সহযোগিতা করেন।