আমতলী প্রতিনিধিঃ আমতলী পৌরসভা ও হলদিয়া ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন পরিষদ মিলনায়তনে এ বাল্য বিয়ে মুক্ত ঘোষনা করেছেন।
জানাগেছে, বে-সরকারী সংস্থা এনএসএস, এপি ও ওয়াল্ড ভিষণ আমতলী উপজেলায় পরিবেশ বান্ধব গ্রাম, বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন, শিশু শ্রম মুক্ত ইউনিয়ন, অপুষ্টি মুক্ত গ্রাম, সমন্বিত সবুজ বিদ্যালয়, মিনি পাইপ লাইনের পানি সরবরাহ ও মিনি স্কুল পার্ক নিয়ে কাজ করছে। গত ৭ মাসের কাজের ফলে সোমবার আমতলী পৌরসভা ও হলদিয়া ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জমান খাঁন এ বাল্য বিয়ে মুক্ত ঘোষনা করেছেন। বাল্য বিয়ে মুক্ত ঘোষনা সভায় সভাপতিত্ব করেন এনএসএস নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারেক হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাশ, ওসি (তদন্ত) মোঃ সাইদুল ইসলাম, স্থানীয় সরকার ফ্যাসিলেটেটর মোঃ মাইনুল ইসলাম, ওয়াল্ড ভিষণ এপি ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরকার, প্রোগ্রাম ম্যানেজার মিদুল সরকার, বাসস জেলা প্রতিনিধি একেএম খায়রুল বাশার বুলবুল ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার প্রমুখ।