আপন নিউজ ডেস্কঃ কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো একটি মৃত পুরুষ ইরাবতী ডলফিন। প্রায় ৬ ফুট দৈর্ঘ্যরে ডলফিনটির শরীরের বেশিরভাগ অংশে চামড়া উঠে গেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে সৈকতের ঝাউবন এলাকায় ডলফিনটি দেখতে পাওয়া যায়। কুয়াকাটা পৌরসভা ও মহিপুর ফরেস্ট রেঞ্জের সহযোগিতায় মাটি চাপা দেওয়া হয়।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) সদস্য কে এম বাচ্চু জানান, ওই এলাকা দিয়ে যাবার পথে প্রধমে মৃত ডলফিনটি তার নজরে আসে। খবর পেয়ে স্থানীয়রাও মৃত ডলফিনটি দেখতে সেখানে জড়ো হয় এবং পর্যটকরা ভিড় জমায় সেথানে।
উপরা সদস্য কে এম বাচ্চু বলেন, “ডলফিনের মৃত্যুর হার আগের তুলনায় কমলেও এখনো নিয়মিত এমন খবর পাওয়া যাচ্ছে। আমরা চাই সরকার ও গবেষণা প্রতিষ্ঠানগুলো ডলফিনের মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করুক।” গবেষকদের মতে, নৌযান, মাছ ধরার জাল ও জেলেদের কার্যক্রমই এসব মৃত্যুর বড় কারণ। পাশাপাশি নদী ও মোহনার দূষিত পানি, যেমন শিল্পবর্জ্য, প্লাস্টিক ও তেলও হুমকি তৈরি করছে। তারা স্থানীয় সচেতনতা বৃদ্ধি এবং ডলফিন অভয়ারণ্য এলাকায় জাল ব্যবহারে সীমাবদ্ধতার আহ্বান জানিয়েছেন। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, “২০২৫ সালে এ পর্যন্ত কুয়াকাটা সৈকতে ৬টি মৃত ডলফিনের দেখা মিলেছে । আমরা চাই কর্তৃপক্ষ এগুলোর প্রকৃত মৃত্যুর কারণ উদঘাটন করুক।”
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। মৃত ডলফিনটিকে মাটি চাপা দিয়ে সংরক্ষণ করা হবে, যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে।