আপন নিউজ ডেস্কঃ মৎস্য সম্পদের সুরক্ষা, টেকসই আহরণ নিশ্চিতকরণ এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে উপকূলীয় অঞ্চলে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৯ আগস্ট) বরগুনা জেলার পাথরঘাটা ও ভোলা জেলার মনপুরায় নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে মোট ১ লাখ ৯৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকারও বেশি।
পাথরঘাটা উপজেলার বিষখালি নদীর লঞ্চঘাট, কালমেঘা, রূপধন, ছনবুনিয়া, বাইনচুটকি ও কাকচিড়া এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে প্রায় ৮০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২০ লক্ষ টাকারও বেশি। অপরদিকে ভোলার মনপুরার জনতা বাজার ও পাশ্ববর্তী পরিত্যক্ত বরফ কল এলাকায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার মূল্য আনুমানিক ৪০ লক্ষ ৫০ হাজার টাকারও বেশি।
পরে জব্দকৃত জাল স্থানীয় থানার পুলিশ, উপজেলা মৎস্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জনসম্মুখে ধ্বংস করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত এ ধরনের যৌথ অভিযানের ফলে একদিকে অবৈধ মৎস্য আহরণ ও সামুদ্রিক সম্পদের অপচয় রোধ হচ্ছে, অন্যদিকে উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের ইতিবাচক অবদান নিশ্চিত হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।