আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় অবস্থিত পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবালের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছে পায়রা বন্দর শিপ হ্যান্ডলিং বার্থ এন্ড টার্মিনাল অপারেটর এ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটি।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব এম.এ. বকর, সহ সভাপতি মোঃ রফিকুল আনোয়ার বাবু, সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী, সহ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম, কোষাধ্যক্ষ মোঃ সারফরাজ নেওয়াজ ফরহাদ, উপদেষ্টা মোস্তফা জেসান ভুট্টো এবং কার্যকরী সদস্য মোঃ মহসিন বেপারী।
এ সময় কমিটির নেতৃবৃন্দ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পায়রা বন্দরের সার্বিক কার্যক্রমের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।