আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় পর্যটনপল্লী গঙ্গামতি লেকের ধোলাইর মার্কেটের পূর্বদিকে বেড়িবাঁধের বাইরের পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রিত খাসজমিতে বালু ভরাটের দায়ে বাদল সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে এই অর্থদন্ড দেওয়া হয়। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এসময় ৭৫০ ফিট পাইপ ভেঙে বিনষ্ট করা হয়েছে। বন্ধ করা হয়েছে বালু উত্তোলন কার্যক্রম। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দন্ড কার্যকর করা হয়।
স্থানীয়রা জানান, ধোলাইর মার্কেটের পূর্বদিকে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের রিভার সাইটের পানি চলাচলের লেকসহ ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে। যা ভরাট করে দখলের কাজ চলছিল। গত তিন রাত ধরে সেখানকার একটি মহল একাজ করছিল। মনোরম লেকটির সৌন্দর্য ও ম্যানগ্রোভ বনাঞ্চলের গাছপালার ক্ষতি করে রাতের আধারে ওই চক্রটি ভরাট করে দখল প্রক্রিয়া করছিল।
উল্লেখ্য ওখানকার সাগরঘেঁষা সংরক্ষিত বনাঞ্চলের গাছপালা উজাড়ের পাশাপাশি একটি মহল খালবিল লেকের পাড় দখলের তান্ডব চালাচ্ছে। পরিবেশ বিনাশী এই কর্মকান্ডে পরিবেশ কর্মীরা উদ্বেগ প্রকাশ করেন।