আপন নিউজ ডেস্কঃ ইয়াবা পরিবহনের দায়ে সৈয়দ আতিকুর রহমান নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে কলাপাড়া হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাকে ১৪ (চৌদ্দ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক।