বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ভবনে নিম্নমানের নির্মান সামগ্রীতে চলছে র্নিমান কাজ। শুরু থেকেই সিডিউল বর্হিভূত এ কাজের বারবার প্রতিবাদ জানিয়ে আসছে এলাকাবাসী। কিন্তু সুরাহা মেলেনি। বৃহস্পতিবার বেলা এগারোটায় নিম্নমানের পাথর, বালির ব্যবহারে র্নিমান কাজ শুরু করলে এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় এলজিইডি।
এলজিইডি সূত্রে জানা যায়, কলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩টি অতিরিক্ত শ্রেনীকক্ষ নির্মানের দুইতলা ভবন নির্মানের উদ্যোগ নেয় এলজিইডি। ৮১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা ব্যয়ের এ ভবনের নির্মান কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স গাজী কনষ্ট্রাকশন। ইতিমধ্যে শেষ হয়েছে ভবনের ৭০ শতাংশ কাজ। বাড়ানো হয়েছে সময় ও র্নিমান বরাদ্ধ। এলাকাবাসী দাবী, ২০২৩ সালের সেপ্টেম্বরে নির্মান কাজের শুরুর থেকেই নিম্নমানের রড ও সিডিউল বহির্ভূত সামগ্রী ব্যবহারের কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠানটি ।
স্থানীয় বাসিন্দা মোহসীন উদ্দিন বলেন, র্নিমান কাজের শুরুতেই ১০ মিলিমিটার রডের পরিবর্তে ৮ মিলিমিটার রড, সিলেকশন বালুর পরিবর্তে আস্তর বালু ও নিম্নমানের পাথর ব্যবহার করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। একই এলাকার কাইয়ুম মিয়া বলেন, আমরা না আসলে এতক্ষনে ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়ে যেত। তাদেরকে বার বার বলার পরও তারা ওই নিম্নমানের ইট, বালু, খোয়া ও সিমেন্ট দিয়েই ঢালাই দিতে চেয়েছিল। আমরা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।
ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স গাজী কনষ্ট্রাকশনের স্বত্ত্বাধিকারী মো. আহসান বলেন, কাজে কোন অনিয়ম হচ্ছেনা।
কলাপাড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক বলেন, অভিযোগ পাওয়ায় নির্মান কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। অনিয়মের সতত্যা পেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।